Logo

সারাদেশ

নাটোরে ঘন কুয়াশায় যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৭:৪৬

নাটোরে ঘন কুয়াশায় যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

ছবি : বাংলাদেশের খবর

নাটোরের গুরুদাসপুরে ঘন কুয়াশায় যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে দুই ব্যক্তি নিহত ও চার জন আহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার নাজিরপুর-জোলারকান্দি এলাকায় নাজিরপুর-নাটোর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে একটি যাত্রীবাহী অটোরিকশা, একটি পাওয়ার ট্রলি ও একটি মাছবাহী পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় ও সড়কের পাশে উল্টে পড়ে।

ঘটনাস্থলেই আফসার আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হন। অপর নিহত হায়দার আলী (৩০)কে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আহত চার জনকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে, যাদের অবস্থা আশঙ্কাজনক।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘন কুয়াশা ও বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।’

নাজমুল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর