Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ফখরুলসহ ১৭ জনের মনোনয়নপত্র বৈধ, ৩ জনের স্থগিত

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৭:৫২

ঠাকুরগাঁওয়ে ফখরুলসহ ১৭ জনের মনোনয়নপত্র বৈধ, ৩ জনের স্থগিত

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে মোট ২১টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, ৩টি স্থগিত রয়েছে এবং ১টি বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

ঠাকুরগাঁও-১ আসনে জমা দেওয়া তিনটি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র যথাযথ পাওয়া গেছে।

ঠাকুরগাঁও-২ আসনে জমা দেওয়া আটটি মনোনয়নপত্রের মধ্যে ছয়টি বৈধ এবং দুটি স্থগিত করা হয়েছে। ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী রেজাউল করিম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী সাহবুদ্দিন আহম্মদের মনোনয়নপত্র স্থগিত রয়েছে।

ঠাকুরগাঁও-৩ আসনে জমা দেওয়া দশটি মনোনয়নপত্রের মধ্যে আটটি বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মামলা থাকায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিনের মনোনয়নপত্র স্থগিত এবং স্বতন্ত্র প্রার্থী আশা মনির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

স্থগিত হওয়া মনোনয়নগুলোর প্রার্থীরা তাদের ত্রুটি সংশোধন করবেন বলে জানিয়েছেন। তবে বাতিল হওয়া প্রার্থী আশা মনির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা জানান, কিছু ত্রুটির কারণে যেসব মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে, প্রার্থীরা সংশোধন করে সঠিক কাগজপত্র জমা দিলে পরবর্তীতে সেগুলো বৈধ বা বাতিল ঘোষণা করা হবে।

আবু সালেহ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর