Logo

সারাদেশ

বাগেরহাটে ঋণখেলাপি ও তথ্যগত ত্রুটিতে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

Icon

শেখ আবু তালেব, বাগেরহাট

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৭:৫৭

বাগেরহাটে ঋণখেলাপি ও তথ্যগত ত্রুটিতে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণখেলাপি ও তথ্যগত অসঙ্গতির কারণে বাগেরহাট জেলার পাঁচ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ যাচাই-বাছাই সভায় জেলা পুলিশ সুপার হাসান চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনসারসহ মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন থেকে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারি উপজেলা): এ আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তিন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। তারা হলেন—স্বতন্ত্র প্রার্থী এস. এম. মুশফিকুর (ভোটের শতকরা হিসাবে গড়মিল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী (ঋণখেলাপি) এবং জাতীয় পার্টির প্রার্থী গোলাম সরোয়ার (ঋণখেলাপি)।

বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা) : এই আসনে মোট ৮ জন প্রার্থীর মধ্যে লেবার ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রার্থী মো. হাসান ইমাম লিটুর মনোনয়ন ঋণখেলাপির অভিযোগে বাতিল হয়।

বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা উপজেলা) : এ আসনে মনোনয়ন জমাদানকারী ৭ প্রার্থীর সবকয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা) : এ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী খাইরুজ্জামান শিপনের মনোনয়ন বাতিল করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন বলেন, ‘নির্বাচন কমিশনের আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করে যাচাই-বাছাই করা হয়েছে। ঋণখেলাপি হওয়া এবং স্বতন্ত্র প্রার্থীদের ভোটের তথ্যে গরমিল থাকায় পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।’

তিনি আরও জানান, বাতিল হওয়া প্রার্থীরা ৫ জানুয়ারি থেকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর