একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার নওশাদ-সারজিসের
পঞ্চগড়ে ১২ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭ জনের বাতিল
এসকে দোয়েল, পঞ্চগড়
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৮:০৪
ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দুটি আসনে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ১৯ জনের মধ্যে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
পঞ্চগড়-১ আসনে জমা দেওয়া ৮টি মনোনয়নপত্রের মধ্যে ৭টি বৈধ ঘোষণা করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন : বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ধানের শীষের প্রতীকধারী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম, বাংলাদেশ লেবার পার্টির ফেরদৌস আলম, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের সিরাজুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) আব্দুল ওয়াদুদ বাদশা, গণঅধিকার পরিষদের মাহাফুজার রহমান এবং বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান। এ আসনে ত্রুটির কারণে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রার্থী আল রাশেদ প্রধানের মনোনয়ন বাতিল হয়েছে।
পঞ্চগড়-২ আসনে জমা দেওয়া ১১টি মনোনয়নপত্রের মধ্যে ৫টি বৈধ ঘোষিত হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন : বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ, জামায়াতুল ইসলামীর দাঁড়ি পাল্লার প্রার্থী সফিউল আলম, ইসলামী আন্দোলনের হাত পাথরের প্রার্থী কামরুল হাসান প্রধান, বাংলাদেশ জাসদের এমরান আল আমিন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির দেলোয়ার হোসেন। এ আসনে ত্রুটির কারণে জাতীয় গণতান্ত্রিক পার্টির আল রাশেদ প্রধান, স্বতন্ত্র প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল ও মাহমুদ হোসেন সুমন, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আশরাফুল আলমের মনোনয়ন বাতিল হয়েছে।
মনোনয়ন বাছাইপর্ব শেষে বিএনপির ব্যারিস্টার নওশাদ জমির ও এনসিপির সারজিস আলম যৌথ সংবাদ সম্মেলন করে একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং পরস্পরকে কোলাকুলি করেন।
এ সময় সারজিস আলম বলেন, ‘নির্বাচনের পরেও আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও জনগণের প্রতি দায়বদ্ধতা বজায় থাকবে। দল ও আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু পঞ্চগড় ও দেশের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করে যাব।’
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেন, ‘আমিও বিশ্বাস করি, দল বা আদর্শিক ভিন্নতা থাকলেও বাংলাদেশ ও পঞ্চগড়ের মানুষের জন্য আমরা কাজ করব। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব।’
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, ত্রুটিপূর্ণ আবেদনের কারণে সাত প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তাঁরা চাইলে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আগামী ২১ জানুয়ারি বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে, এরপর তারা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
এআরএস

