Logo

সারাদেশ

মেহেরপুরে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল, সংশোধনের সুযোগ পেলেন ৭ জন

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৮:০৯

মেহেরপুরে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল, সংশোধনের সুযোগ পেলেন ৭ জন

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ ও মেহেরপুর-২ সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. সৈয়দ এনামুল কবীরের উপস্থিতিতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় জমাকৃত কাগজপত্রে ত্রুটি থাকায় মেহেরপুর-১ আসনের পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পাশাপাশি মেহেরপুর-১ আসনের চারজন ও মেহেরপুর-২ আসনের তিনজন প্রার্থীকে ত্রুটি সংশোধনের জন্য বিকেল ৪টা পর্যন্ত সময় দেওয়া হয়।

মেহেরপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মাসুদ অরূন, জামায়াতুল ইসলামী বাংলাদেশের তাজ উদ্দিন খান, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি) মনোনীত মিজানুর রহমান এবং জাতীয় পার্টির আব্দুল হামিদকে সংশোধনীর সুযোগ দেওয়া হয়।

মেহেরপুর-২ আসনে বিএনপি মনোনীত আমজাদ হোসেন, জামায়াতুল ইসলামী মনোনীত নাজমুল হুদা এবং জাতীয় পার্টির আব্দুল বারীকেও একই সুযোগ দেওয়া হয়।

বিভিন্ন কারণে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। দলীয় মনোনয়নপত্র না থাকায় কামরুল হাসান, আমিরুল ইসলাম ও রোমানা আহমেদের মনোনয়ন বাতিল হয়।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান মোবুর ক্ষেত্রে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থন না থাকা এবং ২০ নম্বর ফরম যথাযথভাবে পূরণ না করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সোহেল রানার মনোনয়নপত্রও বাতিল করা হয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট প্রার্থীদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে আশা করা হচ্ছে।

আকতারুজ্জামান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর