ব্রাহ্মণবাড়িয়ায় কারাবন্দি যুবকের হাসপাতালে মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৮:৩৩
ছবি : বাংলাদেশের খবর
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলামিন (১৯) নামে এক কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
নিহত আলামিন নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মৃত রিপন মিয়ার পুত্র ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতি নম্বর ১২৫৫৪/২৫ হিসেবে আটক ছিলেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর নবীনগর থানায় দায়েরকৃত একটি চুরির মামলায় (মামলা নং ১৫, তারিখ ১৫-১১-২০২৫, ধারা ৪৫৭/৩৮০ দণ্ডবিধি) তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে কারাগারে প্রেরণ করা হয়।
নিহতের বোন রিনা আক্তার অভিযোগ করেন, ‘গত বৃহস্পতিবার নাসিরাবাদ এলাকা থেকে আমার স্বামী কুদ্দুস মিয়া ও ছোট ভাই আলামিনকে কিছু লোক চোর সন্দেহে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। তাদের মারধর করার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ আমার ভাই মারা গেল।’
কারা চিকিৎসক ডা. শাখাওয়াত হোসেন তানভীর জানান, ৩১ ডিসেম্বর রাতে আলামিন অসুস্থ বোধ করলে তাকে কারাগারের হাসপাতালে স্থানান্তরিত করে প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়। পরিস্থিতির অবনতি হলে ১ জানুয়ারি সকাল ১০টা ১ মিনিটে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরীক্ষার পর সকাল ১১টা ৫ মিনিটে তাকে মেডিসিন ওয়ার্ডের চতুর্থ তলায় ভর্তি করা হয়। দুপুর ১টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। প্রাথমিক মৃত্যুসনদে নিউমোনিয়া উল্লেখ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. উবায়দুর রহমান বলেন, ‘হাজতির মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত করা হবে।’
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে বিভিন্ন জিজ্ঞাসা ও আলোচনার সৃষ্টি হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
লিটন হোসাইন জিহাদ/এআরএস

