Logo

সারাদেশ

ঝিনাইদহের চারটি আসনে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৪

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৯:৫৭

ঝিনাইদহের চারটি আসনে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহে ৪টি সংসদীয় আসনে ২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে ২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও ঝিনাইদহের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তন কক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে মনোনয়ন যাচাই বাছাইয়ের কার্যক্রম।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের একজন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এবং বাকি তিনজন স্বতন্ত্র প্রার্থী। জেলা রিটার্নিং কার্যালয় থেকে জানানো হয়, ঝিনাইদহে ৪টি আসনে ২৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আলম বিশ্বাস ঋণ খেলাপী। যে কারণে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

এছাড়া ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। প্রার্থীরা হলেন— ওবাইদুল হক রাসেল, মীর আমিনুল ইসলাম, মুর্শিদা খাতুন। এর মধ্যে গত বৃহস্পতিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন করেন বিএনপির সাবেক সাংসদ শহিদুজ্জামান বেল্টুর স্ত্রী ও স্বতন্ত্র প্রার্থী মুর্শিদা খাতুন। হলফনামায় এই তিন স্বতন্ত্র প্রার্থী নীতিমালা অনুযায়ী নিজ আসনের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর ও ভোটার তথ্য যুক্ত করতে ব্যর্থ হওয়ায় তাদের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়।

ঝিনাইদহ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ‘জেলার ৪টি সংসদীয় আসনে ২৭টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।’ তিনি বলেন, ‘কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাচাই সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া যেকোনো নির্বাচনী সহিংসতা রোধে জেলাজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে।’

এম বুরহান উদ্দীন/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর