Logo

সারাদেশ

ঢাকা-১৯ আসনে বিএনপি-জামায়াতসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, মুসলিম লীগ প্রার্থীর স্থগিত

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ২১:০৫

ঢাকা-১৯ আসনে বিএনপি-জামায়াতসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, মুসলিম লীগ প্রার্থীর স্থগিত

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দাখিলকৃত ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রেজাউল করিম এ সিদ্ধান্ত দেন।

বাকি দুই প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. হারুনুর রশিদের মনোনয়নপত্র বাতিল এবং বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. কামরুলের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম এবং উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম জানান, স্বতন্ত্র প্রার্থী হারুনুর রশিদ মনোনয়ন ফরমের দ্বিতীয় ও তৃতীয় অংশ পূরণ করেননি এবং হলফনামাও জমা দেননি। অন্যদিকে বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী মো. কামরুলের ক্ষেত্রে দলীয় প্রত্যয়নপত্রে চেয়ারম্যানের স্বাক্ষরের পরিবর্তে মহাসচিবের স্বাক্ষর থাকায় তা স্থগিত রাখা হয়েছে। তিনি দলীয়ভাবে বিষয়টি সমাধান করলে মনোনয়ন বৈধ বলে গণ্য হবে।

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী মো. কামরুল বলেন, ‘আমার মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ নিয়ে নির্বাচন কমিশনে অবস্থান করছেন। আশা করি, দ্রুত সমাধান হবে।’

স্বতন্ত্র প্রার্থী হারুনুর রশিদের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি।

যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আফজাল হোসাইন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দিলশানা পারুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ফারুক খান, খেলাফতে মজলিসের এ. কে. এম. এনামুল হক, ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল হোসেন সাভারী, গণঅধিকার পরিষদের শেখ শওকত হোসেন, জাতীয় পার্টির মো. বাহাদুর ইসলাম এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির চৌধুরী হাসান সারওয়ার্দী।

নির্বাচন কমিশনের নির্দেশনায়, এবার একজন প্রার্থী প্রতি ভোটার গড়ে সর্বোচ্চ ১০ টাকা নির্বাচনী ব্যয় করতে পারবেন।

মনোনয়নপত্র বাতিল হলে প্রার্থীরা আপিলের সুযোগ পাবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। দলীয় প্রার্থীর জন্য দলীয় প্রত্যয়ন বাধ্যতামূলক। স্বতন্ত্র প্রার্থীর জন্য নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন বা সাবেক সংসদ সদস্য হওয়া প্রয়োজন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

সাইফুল ইসলাম শাওন/এআরএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর