Logo

সারাদেশ

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়েছে বাঘ

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:০৮

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়েছে বাঘ

মোংলার সুন্দরবনের শরকির খাল সংলগ্ন বনাঞ্চলে চোরা শিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। বাঘটি উদ্ধারে বিশেষজ্ঞ দল নিয়ে রবিবার (আজ) সকালে অভিযান শুরু করবে বনবিভাগ।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খালপাড়ের ভেতরে বনের প্রায় আধা কিলোমিটার গভীরে বাঘটি ফাঁদে আটকে আছে। শনিবার দুপুরের পর খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনাস্থলের আশপাশের এলাকা ইতোমধ্যে কর্ডন করে রাখা হয়েছে, যাতে কোনো মানুষ সেখানে প্রবেশ না করতে পারে। বাঘটি উদ্ধারের প্রস্তুতি হিসেবে শনিবার গভীর রাতে ফাঁকা গুলি ছোড়ার ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে শব্দের মাধ্যমে বাঘটি শান্ত রাখা যায় এবং আশপাশে না সরে আসে।

বনবিভাগ জানায়, বাঘটি উদ্ধারে ঢাকা থেকে একজন ভেটেরিনারি সার্জন আনা হচ্ছে। তিনি রবিবার সকালে পৌঁছালে ট্যাংকুলাইজারের মাধ্যমে উদ্ধার কার্যক্রম শুরু হবে। ট্যাংকুলাইজার গুলির মাধ্যমে বাঘটিকে সাময়িকভাবে অচেতন করা হবে, যা প্রায় আধা ঘণ্টা কার্যকর থাকবে। এই সময়ের মধ্যেই বাঘটিকে ফাঁদ থেকে মুক্ত করা হবে।

উদ্ধারের পর বাঘটি যদি আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া যায়, তবে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেটিকে লোহার খাঁচায় করে খুলনা বা ঢাকায় বনবিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেখ আবু তালেব/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সুন্দরবন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর