Logo

সারাদেশ

নওগাঁয় কারা হেফাজতে আ.লীগ নেতার মৃত্যু

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৫২

নওগাঁয় কারা হেফাজতে আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁয় কারা হেফাজতে থাকা আব্দুর রশিদ (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কারা কর্তৃপক্ষের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) তাঁর মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রশিদ জেলার রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ওই উপজেলার কুজাইল হিন্দু পাড়া গ্রামের মৃত কান্দুর প্রামাণিকের ছেলে।

কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে রাণীনগর থানা-পুলিশের ‘অপারেশন ডেভিলহান্ট ফেইজ-টু’ অভিযানে আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। উপজেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। একই অভিযানে মোতালেব হোসেন নামে এক যুবলীগ নেতাকেও গ্রেপ্তার করে পুলিশ।

নওগাঁ জেলা কারাগারের ডেপুটি জেলার আবুল কালাম আজাদ জানান, ‘বিস্ফোরক আইনের মামলায় আব্দুর রশিদ কারাগারে বন্দি ছিলেন। আজ বিকেলে হঠাৎ অসুস্থ বোধ করলে ৪টা ১০ মিনিটে তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪টা ৩৫ মিনিটে তিনি মারা যান।’

নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু জার গাফফার বলেন, ‘বিকেল ৪টা ১০ মিনিটে ওই হাজতিকে হাসপাতালে আনা হয়। এর কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়। মূলত তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন।’

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এম এ রাজ্জাক/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর