কাফনের কাপড়সহ হুমকির চিঠি পেলেন বিএনপির শাহজাহান চৌধুরী
উখিয়া প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১৫:২২
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া–টেকনাফ আসনে ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরীর কাছে ডাকযোগে কাফনের কাপড় সংবলিত একটি হুমকির চিঠি পৌঁছানোর ঘটনায় জেলায় রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) চিঠিটি পাওয়ার পর বিষয়টি নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাপ্ত চিঠিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য সরাসরি হুমকি দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ‘নির্বাচনে অংশ নিলে প্রার্থীর পরিণতি শরীফ ওসমান হাদীর মতো হবে।’
একই সঙ্গে দাবি করা হয়, শাহজাহান চৌধুরীকে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখা হয়েছে এবং ‘উপহার’ হিসেবে একটি কাফনের কাপড় পাঠানো হয়েছে। চিঠিতে প্রেরকের নাম ও একটি কথিত সংগঠনের পরিচয় উল্লেখ রয়েছে। চিঠির তারিখ দেওয়া আছে ২৩ ডিসেম্বর ২০২৫ ইং।
এ ঘটনায় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের অভিযোগ, নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। তারা একে রাজনৈতিক সন্ত্রাস আখ্যা দিয়ে অবিলম্বে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।
বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহজাহান চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এ সময় তিনি ঘটনার নিন্দা জানিয়ে সাহস ও সাংগঠনিক দৃঢ়তা বজায় রাখার আহ্বান জানান।
শাহজাহান চৌধুরীর ঘনিষ্ঠ সূত্র জানায়, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে। তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি বিবেচনায় এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ ব্যবস্থা নেওয়া জরুরি।
ওমর ফারুক/এনএ

