Logo

সারাদেশ

শেরপুরে অবৈধ বালু পরিবহনের দায়ে ২ জনের কারাদণ্ড

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১৫:২৬

শেরপুরে অবৈধ বালু পরিবহনের দায়ে ২ জনের কারাদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার হালচাটি গ্রামের মো. জসিম উদ্দিন (২২) ও চাপাঝোড়া গ্রামের রাকিবুল ইসলাম (২০)। এ সময় একটি মাহিন্দ্র ট্যাফে ট্রাক্টর ও ছয়টি ব্যাটারিচালিত ভ্যান আটক করা হয়।

জানা যায়, উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু বালু ব্যবসায়ী গারো পাহাড় এলাকার বিভিন্ন নদী, খাল ও ঝোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক যানবাহন ও দুই চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মো. জসিম উদ্দিনকে ২৫ দিন ও রাকিবুল ইসলামকে ৪৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘অবৈধ বালু পরিবহনের দায়ে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানের সময় অন্য অবৈধ বালু পরিবহনকারীরা পালিয়ে যায় বলে জানা গেছে।

শাহরিয়ার শাকির/এআরএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর