ভারতীয় মহিষ ও ভটভটিসহ ৪ চোরাকারবারী আটক
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১৫:৪৬
ছবি : বাংলাদেশের খবর
নওগাঁ সীমান্তে অভিযানে ভারতীয় মহিষ ও চার চোরাকারবারীকে আটক করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকাল ৮টায় বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়।
নওগাঁর ধামইরহাট উপজেলার বিহারীনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সীমান্ত পিলার ২৬৩/৪-এস থেকে আনুমানিক ৫ কিলোমিটার অভ্যন্তরে এ অভিযান চালানো হয়।
অভিযানে ৬টি ভারতীয় মহিষ, ১টি ইঞ্জিনচালিত ভটভটি গাড়ি ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় ৪ চোরাকারবারীকেও আটক করা হয়।
আটককৃতরা হলেন : মো. রাশেদুল ইসলাম (২৬), মো. জহুরুল ইসলাম (৪০), মো. হুমায়ুন কবির (৩৮) ও মো. তরিকুল ইসলাম (৩৫)। সকলেই নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বাসিন্দা।
গবাদিপশু ও চোরাকারবারীদের ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।
এদিকে, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালান বন্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।
এআরএস

