Logo

সারাদেশ

ভারতীয় মহিষ ও ভটভটিসহ ৪ চোরাকারবারী আটক

Icon

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১৫:৪৬

ভারতীয় মহিষ ও ভটভটিসহ ৪ চোরাকারবারী আটক

ছবি : বাংলাদেশের খবর

নওগাঁ সীমান্তে অভিযানে ভারতীয় মহিষ ও চার চোরাকারবারীকে আটক করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকাল ৮টায় বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়।

নওগাঁর ধামইরহাট উপজেলার বিহারীনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সীমান্ত পিলার ২৬৩/৪-এস থেকে আনুমানিক ৫ কিলোমিটার অভ্যন্তরে এ অভিযান চালানো হয়।

অভিযানে ৬টি ভারতীয় মহিষ, ১টি ইঞ্জিনচালিত ভটভটি গাড়ি ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় ৪ চোরাকারবারীকেও আটক করা হয়।

আটককৃতরা হলেন : মো. রাশেদুল ইসলাম (২৬), মো. জহুরুল ইসলাম (৪০), মো. হুমায়ুন কবির (৩৮) ও মো. তরিকুল ইসলাম (৩৫)। সকলেই নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বাসিন্দা।

গবাদিপশু ও চোরাকারবারীদের ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।

এদিকে, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালান বন্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক সীমান্ত বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর