উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১৬:০০
ছবি : বাংলাদেশের খবর
লক্ষ্মীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আ. হ. ম. মোশতাকুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুল ইসলাম পাবেল।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ চলে। সন্ধ্যায় ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশে ১৯৮১ সালে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে আ. হ. ম. মোশতাকুর রহমান (নয়া দিগন্ত) এবং সাধারণ সম্পাদক পদে সাইদুল ইসলাম পাবেল (বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪) বিজয়ী হন।
অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন : সহ-সভাপতি এম. তৌহিদুর রহমান রেজা (ডিবিসি নিউজ), যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন (কালবেলা), কোষাধ্যক্ষ সোহেল রানা (নাগরিক টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু (দৈনিক বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজ), ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন (সংবাদ প্রতিদিন), দপ্তর সম্পাদক রবিউল ইসলাম খাঁন (আজকালের খবর) এবং প্রচার সম্পাদক নাজিম উদ্দীন রানা (আজকের বিজনেস বাংলাদেশ)।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন রাজীব হোসেন রাজু (দৈনিক আমার দেশ) ও মো. আফজাল হোসেন (সবুজ জমিন)।
উল্লেখ্য, লক্ষ্মীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে ড্র হওয়ায় ৩ জানুয়ারি পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে এম. তৌহিদুর রহমান রেজা সহ-সভাপতি নির্বাচিত হন।
এআরএস

