‘খালেদা জিয়া আল্লাহর কাছে বিচার চেয়েছিলেন, আল্লাহ তা কবুল করেছেন’
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১১:৩১
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির শিশুবিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, ‘আমাদের নেত্রীর ওপর অমানসিক নির্যাতন করা হয়েছে, অবৈধভাবে জেলে ঢোকানো হয়েছে, অমানবিক অত্যাচার করা হয়েছে। তিনি শুধু আল্লাহর কাছে বিচার চেয়েছিলেন। সেই ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয়েছে এবং আল্লাহ বিচার করেছেন।’
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মির্জাপুর সরকারি এস.কে. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তৃতাকালে আবুল কালাম আজাদ সিদ্দিকী অশ্রুসিক্ত কণ্ঠে আরও বলেন, ‘মরহুমা বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের ধৈর্যের পরীক্ষা দিতে শিখিয়েছেন এবং তিনি বাংলাদেশের সম্পদ।’
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. মহসীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম প্রমুখ।
আলোচনা পর্ব শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
রাব্বি ইসলাম/এআরএস

