Logo

সারাদেশ

রামুতে পুলিশের অভিযানে অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১৪:২৯

রামুতে পুলিশের অভিযানে অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

রামুর ঈদগড়ে রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম এবং এএসআই জহিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযানে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) ভোররাত আনুমানিক রাত ৩টা থেকে টানা প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে সকাল সাড়ে ৮টার দিকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবু আহম্মদের গুনাফাতেমা ছড়া নামক দুর্গম ও গহিন পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম পাওয়া যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. খোরশেদ আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর সার্কেল মহোদয় ও রামু থানা ওসির নির্দেশে আমরা এই অভিযান পরিচালনা করি। ঘটনাস্থল থেকে অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহতসহ থাকবে বলেও অপরাধীদের হুঁশিয়ারি দেন। 

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ফাঁড়ির যৌথ সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়েছে। উদ্ধারকৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এলাকার সচেতন মহল রামু থানা ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া ও এসআই খোরশেদ আলমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানান।

কামাল শিশির/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অস্ত্র উদ্ধার উদ্ধার অভিযান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর