Logo

সারাদেশ

বিএনপির তিনবারের এমপিকে বহিষ্কার

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১৪:৩৭

বিএনপির তিনবারের এমপিকে বহিষ্কার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে বিএনপির প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিনবারের সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার দায়ে ডা. ছালেক চৌধুরীকে বিএনপির সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো।

দলীয় সূত্র জানায়, আসন্ন নির্বাচনে নওগাঁ-১ আসনের বিএনপির মনোনয়নপ্রার্থী হিসেবে নির্বাচনি লড়াইয়ে ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। তবে ডা. ছালেক চৌধুরী দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে।

ডা. ছালেক চৌধুরী বলেন, ‘বহিষ্কারের বিষয়টি এখনো আমি জানি না। এ ধরনের কোনো নোটিশ আমার কাছে পৌঁছায়নি। আমি কোনো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি। আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ২০ জানুয়ারি পর্যন্ত প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপরই সেটি না করলে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হত। নেত্রীর মৃত্যুর পর তারেক রহমান শোকাহত। যারা দলের মধ্যে থেকে এমন কাজ করছে, তাদের একদিন ফল ভোগ করতে হবে।’

নওগাঁ-১ আসনটি বিএনপির জন্য গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। স্বতন্ত্র প্রার্থীর এই লড়াই নির্বাচনি ব্যালেন্সে প্রভাব ফেলতে পারে।

এম এ রাজ্জাক/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর