Logo

সারাদেশ

মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১৭:৩৯

মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

নাদিরা আক্তার মিঠু

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার মিঠুকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে ভোটারসহ সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

প্রার্থী ও তার কর্মীদের অভিযোগ, স্থানীয় কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ফেসবুক পেজে নাদিরা আক্তার মিঠুর ছবি ব্যবহার করে এমন সংবাদ প্রকাশ করা হয়, যেখানে দাবি করা হয় তিনি মনোনয়নপত্রে সম্পদ বিবরণী ও নগদ অর্থ সংক্রান্ত তথ্য গোপন করেছেন। তবে এসব প্রতিবেদনে তার কোনো বক্তব্য অন্তর্ভুক্ত করা হয়নি। 

নাদিরা আক্তার মিঠুর অভিযোগ, একটি মহল ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য সরবরাহ করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে।

প্রকাশিত সংবাদে আরও দাবি করা হয়, তিনি তার মনোনয়নপত্র ও হলফনামায় মালিকানাধীন অবৈধ ইটভাটা ‘লাভিদ লায়েন্স ব্রিকস’-এর তথ্য গোপন করেছেন। তবে প্রার্থীর দাবি অনুযায়ী, ইটভাটাটি বর্তমানে তার মালিকানায় নেই। এটি তার প্রয়াত স্বামী নাজমুল হুদা মিঠু চৌধুরীর নামে নিবন্ধিত ছিল এবং তার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে বর্তমানে তার ছেলে এর মালিক। এছাড়া ইটভাটাটিকে সরকারি অনুমোদনহীন বলা হলেও বাস্তবে রাষ্ট্রীয় সংশ্লিষ্ট সব দপ্তরের অনুমোদন নিয়েই এটি পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।

সংবাদে ইটভাটাটি ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আয়কর ও ভ্যাট পরিশোধ না করার অভিযোগ তোলা হলেও নাদিরা আক্তার মিঠু দাবি করেন, ২০২৫ সাল পর্যন্ত নিয়মিত আয়কর ও ভ্যাট পরিশোধ করা হয়েছে এবং এর পক্ষে প্রয়োজনীয় নথিপত্রও তিনি উপস্থাপন করেছেন।

নাদিরা আক্তার মিঠু জানান, তার মনোনয়নপত্রে সম্পদ বিবরণী ও আয়কর সংক্রান্ত সব তথ্য সঠিকভাবে উল্লেখ করা হয়েছে এবং জেলা রিটার্নিং কর্মকর্তা স্বচ্ছভাবে যাচাই-বাছাই শেষে তা গ্রহণ করেছেন। 

তিনি আরও বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা যে সকল তথ্যপ্রমাণ চেয়েছেন, তার সবকিছুই আমি যথাযথভাবে জমা দিয়েছি। আমার বিরুদ্ধে যারা তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশ করেছেন, তাদের উচিত ছিল সঠিক তথ্য সংগ্রহ করে আমার বক্তব্যসহ সংবাদ প্রকাশ করা। এ ধরনের মিথ্যাচার করে যারা আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

উল্লেখ্য, শিবচর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-১ আসনে শিবচর পৌরসভাসহ মোট ১৮টি ইউনিয়ন রয়েছে। এই আসনে ভোটার ৩ লাখ ২১ হাজার ১৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৭ হাজার ১৮৭ জন, নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৯৪৪ জন এবং অন্যান্য ২ জন। পদ্মা ও আড়িয়াল খাঁ নদীবেষ্টিত এই আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১০২টি।

খলিল মিয়া/এইচকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর