কোনো তদন্ত প্রতিবেদন ছাড়াই আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে : সুরভী
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১৮:১২
‘ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার’ অভিযোগে গ্রেপ্তার হওয়া জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির সংগঠক তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। ছবি : বাংলাদেশের খবর
‘ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার’ অভিযোগে গ্রেপ্তার হওয়া জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির সংগঠক তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
তাহরিমা জান্নাত সুরভী দাবি করেছেন, কোনো প্রকার তদন্ত প্রতিবেদন ছাড়াই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে বের হয়ে প্রিজন ভ্যানে ওঠার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন। সুরভী বলেন, এই মামলায় আরও চারজন আসামি থাকা সত্ত্বেও রহস্যজনকভাবে শুধু আমাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে আদালত তাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। তবে সুরভীর জন্ম সনদ অনুযায়ী তিনি এখনো অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এ রিমান্ড এবং তাকে কারাগারে পাঠানো নিয়ে ‘শিশু আইন, ২০১৩’ লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে।
সুরভীর আইনজীবী বলেন, এই মামলাটি সম্পূর্ণ ভুয়া। আইনের ব্যত্যয় ঘটিয়ে রিমান্ড দেওয়া হয়েছে। আমরা এর বিরুদ্ধে আগামীকালই উচ্চ আদালতে রিভিশন আবেদন করব।
মামলার নথি পর্যালোচনা করলে দেখা গেছে, জন্ম সনদ অনুযায়ী সুরভীর জন্ম ২০০৮ সালের ২৯ নভেম্বর। অর্থাৎ তার বর্তমান বয়স ১৭ বছর ১ মাস ৭ দিন। সুতরাং তিনি আইনত একজন ‘শিশু’। অথচ পুলিশ তাকে ২১ বছর বয়সী দেখিয়ে রিমান্ডের আবেদন করেছে।
এর আগে ২৬ ডিসেম্বর তাকে ২০ বছর দেখিয়ে আদালতে হাজির করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
গাজীপুরের কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, মামলার বাদী এজাহারে যে বয়স উল্লেখ করেছেন, পুলিশ প্রাথমিকভাবে সেভাবেই রেকর্ড করেছে। তবে সুরভীর এসএসসি পাসের তথ্য ও বর্তমান কলেজ (ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ) রেকর্ড অনুযায়ী তিনি একাদশ শ্রেণির শিক্ষার্থী।
প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর গাজীপুরের টঙ্গী নিজ বাসা থেকে গ্রেপ্তার হন তাহরিমা জান্নাত সুরভী। জুলাই অভ্যুত্থানের সময় সক্রিয় ভূমিকার কারণে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান।
কাজী মো. আব্দুল মান্নান/এমবি

