মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশনের আওতায় চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে শহরের ওয়্যারলেস মোড় এলাকা থেকে ১ হাজার ৫০০ কেজি (৩৭.৫ মণ) জাটকা জব্দ করেছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
তিনি বলেন, ‘কম্বিং অপারেশন উপলক্ষে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড রবিবার (৪ জানুয়ারি) দিনগত রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত চাঁদপুর শহর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শহরের ওয়ারলেছ এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে ১ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। কেউ জাটকার মালিক দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’
তিনি আরো বলেন, ‘পরবর্তীতে সকালে জব্দকৃত জাটকা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।’
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, ‘মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে। চারটি ধাপে এই অপারেশন ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।’
আলআমিন ভূঁইয়া/এনএ

