Logo

সারাদেশ

ঝিনাইদহে দুর্বৃত্তের গুলিতে আহত ১

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ২০:০০

ঝিনাইদহে দুর্বৃত্তের গুলিতে আহত ১

ভারতীয় সীমান্তবর্তী উপজেলা ঝিনাইদহের মহেশপুরে মতিয়ার রহমান ওরফে মতি (৫৫) নামের এক ব্যক্তিকে গুলি করে আহত করার ঘটনা ঘটেছে। সোমবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে সীমান্তের ভাষানপোতা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মতিয়ার রহমান মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা পশ্চিমপাড়ার আজিজুর রহমানের ছেলে।

তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্বর্ণ চোরাচালান বা পূর্ব বিরোধে এমনটি হতে পারে বলছে পুলিশ। প্রায় ৬ মাস আগেও মতিয়ার রহমানকে তার বাড়ির সামনে থেকে গুলি করার ঘটনা ঘটেছিল।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকাল আনুমানিক ৪টার দিকে তিনি মহেশপুর শহর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফেরার পথে বাঁশবাড়িয়া ইউনিয়নের ভাষানপোতা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেছন দিক থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার পিঠে লাগে।

স্থানীয়রা তাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসার সময় সেখানে আহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার আল মামুন জানান, বিকাল ৪টা ৫ মিনিটে মতিয়ার রহমানকে হাসপাতালে আনা হয়। তার ডান হাতের পাশে পিঠে একটি গুলি লেগেছে। গুলি বেরিয়ে যাওয়ার তেমন সিমটম পেলাম না। হয়ত ভিতরে থেকেও যেতে পারে। অভ্যন্তরীণ রক্তক্ষরণের ঝুঁকি থাকায় তার অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে জরুরি ভিত্তিতে অপারেশন করা প্রয়োজন, তাই দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

বিষয়টি নিয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, ‘ঘটনাস্থলে থানার, গোয়েন্দা পুলিশ সহ অন্যান্য পুলিশের টিম পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে রওনা হবো। তদন্ত করে হয়ত বলতে পারবো কারা এর সাথে জড়িত।’

এদিকে বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, মতিয়ার রহমান মহেশপুর শহর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভাষানপোতা এলাকায় ইব্রা এবং আকালে নামের দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। অভিযুক্তদের বাড়িও সীমান্তবর্তী বাঘাডাঙ্গা গ্রামে এবং স্বর্ণ চোরাচালান নিয়ে মতিয়ারের সঙ্গে তাদের পূর্ব বিরোধ রয়েছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা শাহজাহান আলী জানান, ‘সোনা চোরাচালানের অর্থ ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জের ধরেই তাকে গুলি করা হয়েছে। তিনি আরও জানান, এর আগেও একবার মতিয়ার রহমানের ওপর হত্যাচেষ্টায় গুলি চালানো হয়েছিল। এ ছাড়া ২০২৪ সালের ১৭ জানুয়ারি বাঘাডাঙ্গা গ্রামে মন্টু ও তার ভাতিজা শামিমকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনার সঙ্গেও এই বিরোধের সম্পর্ক রয়েছে বলে তিনি দাবি করেন।’

ঘটনাটি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ওবাইদুল ইসলাম বলেন, ‘সোনা চোরাচালানের অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরেই আবারও মতিয়ার রহমানের ওপর গুলি করে হত্যাচেষ্টা চালানো হয়েছে।’ 

তিনি জানান, ‘২০২৪ সালের ১৭ জানুয়ারির আলোচিত ডাবল হত্যা মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম আকালের সঙ্গে অনেক আগে থেকেই মতিয়ারের হুন্ডি ও সোনা চোরাচালানের অর্থসংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই পুরোনো দ্বন্দ্ব থেকেই এই হামলা বলে ধারণা করা হচ্ছে।’

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে মতিয়ার রহমানকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।’

এম বুরহান উদ্দীন/এনএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর