চট্টগ্রামের রাউজানে যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (রাত) সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়ার হাট এলাকার শিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত জানে আলম শিকদার (৫০) রাউজান উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। শিকদার পাড়ায় তার নিজ বাড়ি রয়েছে।
স্থানীয়রা জানান, জানে আলম নিজ বাড়ির পাশের রাস্তায় হাঁটছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়।
নিহতের সঙ্গে থাকা বিএনপির কর্মী মহিউদ্দিন জানান, জানে আলমের বুকে দুটি গুলি লাগে। তাকে চট্টগ্রামের এভারকেয়ার বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে জানতে পেরেছি, তিনি মারা গেছেন।
এমবি

