বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সখীপুরে দল ছাড়লেন কৃষক-শ্রমিক জনতা লীগ নেতা
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪
ছবি : বাংলাদেশের খবর
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চেয়ে দল ছাড়লেন কৃষক-শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিব। ইতোমধ্যে তিনি দল থেকে অব্যাহতি চেয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) রাতে সানোয়ার হোসেন সজিব একটি অব্যাহতিপত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। তাতে তিনি শারীরিক ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে দল থেকে অব্যাহতির আবেদন করেছেন বলে দেখা যায়।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সজিবকে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানের পক্ষে ভোট চাইতে দেখা গেছে। এ নিয়ে সখীপুরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চাওয়া ও দল থেকে অব্যাহতি চাওয়ার বিষয়ে সানোয়ার হোসেন সজিবের সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক। তিনি জানান, ‘নির্বাচনমুখী দল না হলে আসলে আমাদের মতো নেতাদের চলা মুশকিল। কথা ছিল কৃষক-শ্রমিক জনতা লীগ এবার নির্বাচনে আসবে। কিন্তু আসেনি। তাই এ দল থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজকে দলের সবার কাছ থেকে বিদায়ও নিয়েছি।’
বিএনপিতে যোগদানের কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে সানোয়ার হোসেন সজিব বলেন, ‘আপাতত এ ধরনের কোনো পরিকল্পনা নেই। তবে ভোটে আযম খানের পক্ষে কাজ করব।’
কৃষক-শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা সজিবের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে কৃষক-শ্রমিক জনতা লীগের নেতা হাবিবুন্নবী সোহেল ফেসবুকে লিখেছেন, ‘রাজনৈতিক দল একটি আদর্শিক ঠিকানা, এই ঠিকানায় কেউ আসবে, কেউ যাবে, কেউ নিষ্ক্রিয় হবে। এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু দল এগিয়ে যাবে জনতার সমর্থনে তার আপন মহিমায়।’
জানা যায়, সানোয়ার হোসেন সজিব এ পর্যন্ত চার বার দল পরিবর্তন করেছেন। ১৯৯০ সালে সখীপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে ছাত্ররাজনীতিতে পা রাখেন তিনি। এরপর উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদকের দায়িত্বও পালন করেন। ১৯৯৯ সালে কাদের সিদ্দিকী আওয়ামী লীগ ত্যাগ করে কৃষক-শ্রমিক জনতা লীগ গঠন করলে সজিবও তার সঙ্গে যুক্ত হন। তখন তাকে টাঙ্গাইল জেলা কমিটির যুববিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
২০০২ সালে কৃষক-শ্রমিক জনতা লীগের হয়ে সখীপুর পৌরসভার মেয়র পদে নির্বাচিত হন তিনি। মেয়র থাকাকালে দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হতে থাকে। একপর্যায়ে ২০১১ সালের ২৬ মে তিনি কাদের সিদ্দিকীর দল ছেড়ে বিএনপিতে যোগ দেন।
২০১৫ সালের ২১ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিনি বিএনপি থেকে বহিষ্কার হন। তবে বিএনপিতে থাকাকালে দলীয় কোনো পদ পাননি। এরপর তিনি আওয়ামী লীগে যোগদানের চেষ্টা করে ব্যর্থ হন বলে জানা গেছে। ২০২৩ সালে তিনি পুনরায় কৃষক-শ্রমিক জনতা লীগে যোগ দেন। গুঞ্জন রয়েছে, এবারও তিনি দলত্যাগ করে বিএনপিতে যোগ দিতে পারেন।
মুহাম্মদুল্লাহ/এআরএস

