Logo

সারাদেশ

হাড়কাঁপানো শীত রাজশাহীতে, তাপমাত্রা ৭ ডিগ্রিতে

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১০:২১

হাড়কাঁপানো শীত রাজশাহীতে, তাপমাত্রা ৭ ডিগ্রিতে
হাড়কাঁপানো শীত রাজশাহীতে, তাপমাত্রা ৭ ডিগ্রিতে

রাজশাহী জেলায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা দেশের সর্বনিম্ন। আকাশে কুয়াশার মাত্রা কম থাকলেও হাড়কাঁপানো শীতের কারণে জনজীবন কিছুটা স্থবির হয়ে পড়েছে।

সোমবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ১৯.৫ ডিগ্রি। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান কম হওয়ায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। ভোর ৬টা ৪৭ মিনিটে সূর্যোদয় হওয়ার কথা থাকলেও সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

আবহাওয়া অফিস জানিয়েছে, সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। ফলে কনকনে ঠান্ডা বাতাস শরীরে ছড়িয়ে পড়ছে। দিনমজুর ও খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন। 

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, আজ সকাল ৬টায় তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বনিম্ন। বাতাসে আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ থাকায় অনুভূত তাপমাত্রা আরও কম।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আবহাওয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর