চরফ্যাসনে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, ব্যবসায়ীদের জরিমানা
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৪
ছবি : বাংলাদেশের খবর
ভোলার চরফ্যাসনে গ্রাহক পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে এক ডিলারসহ সাত ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন চরফ্যাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন। এ সময় চরফ্যাশন থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযানে চরফ্যাসন সদর এলাকার ওমেরা গ্যাসের এক ডিলারকে দশ হাজার টাকা এবং সাতজন খুচরা ব্যবসায়ীকে মোট সাত হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় মোট চারটি মামলা দায়ের করা হয় এবং আটজনকে দণ্ডিত করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি এবং রাস্তার ওপর গ্যাস সিলিন্ডার রেখে ব্যবসা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এম ফাহিম/এআরএস

