Logo

সারাদেশ

খালেদা জিয়ার মৃত্যুতে হালুয়াঘাটে শোক সভা ও মিছিল

Icon

‎হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১২:২২

খালেদা জিয়ার মৃত্যুতে হালুয়াঘাটে শোক সভা ও মিছিল

‎বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নাগরিক শোক সভা ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। হালুয়াঘাট পৌর শহরে ডিএস মাদরাসা মাঠে অনুষ্ঠিত শোক সভা ও পরবর্তী

‎মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সদ্য প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আকস্মিক মৃত্যুতে বিএনপি ঘোষিত ৭ দিনের শোক কর্মসূচির শেষ দিনে হালুয়াঘাটে এই সার্বজনীন শোক সভায় বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন, সামাজিক, পেশাজীবী সংগঠন নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, নারী, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক করমী, আলেম, ওলামা, হিন্দু - খ্রিষ্টান- গারো সম্প্রদায়ের নেতৃবৃন্দ যোগ দেন এবং শোক মিছিলে অংশ নেন।

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ, বয়োজ্যেষ্ঠ নারী-পুরুষ, তরুণ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে শোক সভা পরিণত হয় এক আবেগঘন জনসমুদ্রে। শোক প্রকাশে অংশগ্রহণকারীরা কালো পোশাক পরিধান করে হাতে কালো পতাকা বহন করেন। শোক মিছিলের অগ্রভাগে বেগম খালেদা জিয়ার বিশাল প্রতিকৃতি বহন করা হয়। শোক মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

হালুয়াঘাট ডিএস মাদরাসা মাঠ থেকে শুরু হয়ে শোক মিছিল রেজেস্ট্রি অফিস, হাসপাতাল, উপজেলা, পুরাতন বাসস্ট্যান্ড, জিরো পয়েন্ট, চৌরাস্তা, চিত্রা হল, ধান মহাল, উত্তর বাজার, শহীদ মিনার হয়ে হাই স্কুল রোডে গিয়ে শেষ হয়। শৃঙ্খলা ও নীরবতার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শোক সভায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপি পরিবারের শোক নয়— এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক, যিনি ভয়কে জয় করে সত্য ও ন্যায়ের পথে আজীবন অবিচল ছিলেন। তিনি ছিলেন গ্রাম - শহরের মানুষের আস্থার ঠিকানা, নির্ভরতার নাম।’

প্রিন্স দৃঢ় কণ্ঠে বলেন, ‘দেশনেত্রীর আদর্শ ধারণ করেই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া  এবং একটি মানবিক, ন্যায়ভিত্তিক নতুন রাষ্ট্র গঠনের নিশানা স্থির রাখবে।’

তিনি বলেন, ‘জনগণের কাছে বেগম খালেদা জিয়ার কোনো ঋণ নাই। জনগণ বেগম খালেদা জিয়ার কাছে চির ঋণী। এই ঋণ কোনও দিন শোধ করা যাবে না।’

তিনি আরো বলেন, ‘শোক কে শক্তিতে পরিণত করে আসন্ন নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা দিয়ে জনগণ বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানাবে ইনশাআল্লাহ ।’

তার বক্তব্যে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি ছিলেন সাধারণ মানুষের আস্থার ঠিকানা। গণতন্ত্রের মূর্ত প্রতীক এবং আপসহীন রাজনীতির জীবন্ত ইতিহাস। তার ত্যাগ, ধৈর্য, সাহস ও সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। তিনি অমর হয়ে থাকবেন আমাদের সাহস, সংগ্রামে, প্রত্যয়ের মাঝে।’

শোক সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় মহান আল্লাহর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি এবং দেশ ও জাতির জন্য শান্তি, গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠার প্রার্থনা করা হয়।

‎উমর ফারুক আকাশ/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর