Logo

সারাদেশ

ফেনী-৩ আসনে বিএনপির মিন্টুর সম্পদ ৫০৭ কোটি, জামায়াতের মানিকের ৪৬ লাখ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১২:৫০

ফেনী-৩ আসনে বিএনপির মিন্টুর সম্পদ ৫০৭ কোটি, জামায়াতের মানিকের ৪৬ লাখ

ছবি : বাংলাদেশের খবর

ফেনী-৩ (দাগনভূঞা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীদের মধ্যে বিএনপি প্রার্থী শিল্পপতি আবদুল আউয়াল মিন্টু সবচেয়ে সম্পদবান বলে নির্বাচনী হলফনামায় উঠে এসেছে। তার সম্পদের পরিমাণ ৫০৭ কোটি ৮০ লাখ ৮ হাজার ১৭১ টাকা।

হলফনামার তথ্য অনুযায়ী, মিন্টু গত অর্থবছরে দেশের ভেতরে বার্ষিক আয় করেছেন ১ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ৮৯০ টাকা। তিনি কৃষিখাত, স্থাবর সম্পত্তির ভাড়া, শেয়ার-সঞ্চয়পত্র, ব্যাংক আমানত ও পরিচালক পারিতোষিক থেকে আয় করেন। তার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নগদ অর্থ রয়েছে ১ কোটি ৬ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে কোম্পানির শেয়ার রয়েছে ১৫১ কোটি ৩ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা।

এফবিসিসিআই-এর সাবেক সভাপতি মিন্টু মাল্টিমোড গ্রুপ, লাল তীর সিডস্, ন্যাশনাল ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের সঙ্গে যুক্ত। তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল নারী উদ্যোক্তা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং তিন ছেলেই ব্যবসায়ী।

বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে গত সরকারের আমলে তার বিরুদ্ধে দায়ের করা ২৬টি রাজনৈতিক মামলার মধ্যে ২৫টি থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।

অন্যদিকে, একই আসনে প্রার্থী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিকের হলফনামায় তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৪৬ লাখ ১৯ হাজার টাকা। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত মানিকের বিরুদ্ধে ৭৩টি মামলা রয়েছে, যার মধ্যে ৬৫টি থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। পেশাগত বাৎসরিক আয় ৬ লাখ টাকা এবং তার পরিবারের কোনো ঋণ বা দেনা নেই বলে হলফনামায় উল্লেখ রয়েছে।

এম. এমরান পাটোয়ারী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর