Logo

সারাদেশ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় তাহিরপুরে দোয়া মাহফিল

Icon

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১২:৫৭

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় তাহিরপুরে দোয়া মাহফিল

ছবি : বাংলাদেশের খবর

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের তাহিরপুরে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বাদাঘাট বাজারের জয়নাল আবেদীন অটোরাইস মিল মাঠে স্থানীয় যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপির মনোনীত সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আনিসুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে তিনি বলেন, ‘গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে খালেদা জিয়া একটি উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি সারা বিশ্বের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

আনিসুল হক কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া আজীবন দেশ ও জনগণের জন্য কাজ করেছেন। নিজের সুখ-স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে তিনি সরকারের দমন-পীড়ন ও কারাভোগ করেছেন। তার মতো দেশপ্রেমিক নারী সারা বিশ্বে বিরল। আমরা আমাদের অভিভাবককে হারিয়েছি, জাতি হারিয়েছে একজন আপোসহীন নেতৃত্ব।’

দোয়া মাহফিলে আনিসুল হক খালেদা জিয়াকে ‘আল্লাহর দরবারে বেহেশতের মেহমান’ হিসেবে মর্যাদা দেওয়ার জন্য সকলের কাছে দোয়া চান। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর