Logo

সারাদেশ

খালুর জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত

Icon

লোহাগাড়া চট্টগ্রাম

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১৩:৩৮

খালুর জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় খালুর জানাজায় অংশ গ্রহণ করতে যাওয়ার পথে গাড়ির নিচে চাপা পড়ে রেজাউল করিম (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টার সময় চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কে উপজেলার পদুয়া সিকদার দীঘিরপাড় এলাকায় পদুয়া মাদ্রাসার বিপরীতে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের সৈয়দ আহমদের পুত্র।

নিহতের ভাই মুবিনুল করিম জানান, ‘সকালে এক স্বজনের নামাজে জানাজায় অংশ নেওয়ার জন্য সাতকানিয়ার বাঁজালিয়া থেকে মোটরসাইকেল যোগে চকরিয়া যাচ্ছিলাম আমরা ৩ ভাই। পদুয়া এলাকায় পৌঁছালে কক্সবাজার শহর মুখী বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রলির ধাক্কায় বড় ভাই ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরাসহ দোহাজারী হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন।’

স্থানীয় আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘বাইকটি বাসকে ওভারটেক করতে গিয়ে ট্রলির নিচে পড়ে যান, আমরা ধাওয়া দিয়ে ট্রলিটি আটক করলেও ড্রাইভারকে পাইনি।’

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করি, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রলিকে আটক করা হয়েছে।’

আবুল কালাম আজাদ/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর