Logo

সারাদেশ

নরসিংদীতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১৬:০১

নরসিংদীতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

ছবি : বাংলাদেশের খবর

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নরসিংদীতে দোয়া মাহফিলের আয়োজন করেছে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নরসিংদীর ভাগদী মীরবাড়ীর মোড় এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করেন শহর ৯নং ওয়ার্ড বিএনপির নেতা নূরুল হক খন্দকার।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি খবিরুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক ইলিয়াস আলী ভূঁইয়া, যুগ্ম সম্পাদক রাশিদুল ইসলাম রায়হান, শহর শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন ও নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সফিকুল ইসলাম রিপন।

এছাড়া উপস্থিত ছিলেন মকবুল হোসেন ভূঁইয়া, আলম ভূঁইয়া, আইয়ুব খান, আসিফ জহির অংকুর, মাহমুদুল কবির বাবলু, আমজাদ হোসেন ভূঁইয়া, পলাশের জিনারদী ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মুক্তার হোসেনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সুমন রায়/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর