Logo

সারাদেশ

রামুতে সেনা-পুলিশের অভিযানে ডাকাত দলের সহযোগী নারী সদস্য গ্রেপ্তার

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১৬:৩৫

রামুতে সেনা-পুলিশের অভিযানে ডাকাত দলের সহযোগী নারী সদস্য গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের রামুতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ জেসমিন সুলতানা রিয়া (২০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে রামু থানাধীন গর্জনিয়া ইউনিয়নের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়।

সেনাবাহিনী, রামু থানা পুলিশ ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি দল গোপন তথ্যের ভিত্তিতে নুরুল আহম্মদের মেয়ে জেসমিন সুলতানা রিয়ার বাড়িতে তল্লাশি চালায়।

এসময় আটককৃত রিয়ার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ২টি পুরনো জংধরা পিস্তল, ৬টি বড় চাইনিজ রাইফেলের গুলি, ৪৯টি ছোট পিস্তলের গুলি, ৪টি শটগানের কার্তুজের খোসা, ১টি বড় বন্দুকের বাট, ২টি লম্বা ধারালো দা, ১টি খেলনা পিস্তল, ২টি বাটন মোবাইল ও ১টি কাটার উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়া স্বীকার করেছেন যে উদ্ধারকৃত অস্ত্র কুখ্যাত ডাকাত নুরুল আবছার (ল্যাং আবছার) ও ডাকাত রহিমের। রিয়া দীর্ঘদিন ধরে এই ডাকাত দলের সহযোগী হিসেবে কাজ করে আসছিলেন।

পুলিশ নিশ্চিত করেছে যে পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামির বিরুদ্ধে রামু থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কামাল শিশির/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকাতি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর