শ্রীপুরে এনসিপি-ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১৬:৪২
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির দুই নারী নেত্রীসহ প্রায় ৫৫ নেতাকর্মী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই নেতা বিএনপিতে যোগ দিয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসার বেগম আয়েশা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্য হন।
কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল তুলে দিয়ে তারা দলে যোগদান করেন।
যোগদানকারীদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলার সংগঠক আল্পনা আক্তার ছোঁয়া, সদস্য কাইফাত মোড়ল, শরিফুল ইসলাম, ওয়াসিম আকরাম, জাতীয় শ্রমিক শক্তির সংগঠক নাইম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, মুক্তা ও হাবিবসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাংবাদিক হাফেজ আবদুল আজিজও দলে যোগ দেন।
শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ রুহুল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির, এস এম মাহফুল হাসান হান্নানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন দলের নেতাকর্মীরা যোগ দিচ্ছেন, যা দলকে আরও শক্তিশালী করবে।
এআরএস

