নড়াইলে সঞ্চয় প্রকল্পের নামে ১৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
কৃপা বিশ্বাস, নড়াইল
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১৬:৪৭
ছবি : বাংলাদেশের খবর
নড়াইলের এক ব্যবসায়ীর কাছ থেকে সঞ্চয় প্রকল্পের নামে প্রায় ১৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে খুলনার র্যাব-৬-এ লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী বিপ্লব কুমার বিশ্বাস (৪৫)।
নড়াইল সদর উপজেলার শোলপুর গ্রামের বাসিন্দা বিপ্লব কুমার বিশ্বাস অভিযোগে জানান, সাতক্ষীরা শহরের আবুল কাসেম সড়কে প্রাণনাথ দাসের প্রতিষ্ঠান ‘প্রগতি এসআরসিসি লিমিটেড’-এ তিনি ও তার পরিবারের সদস্যরা মোট ১১টি সঞ্চয় বই খুলে টাকা জমা দেন। বিপ্লব কুমার নিজের নামে ৫ লাখ টাকা, বৃষ্টি রানী দাসের নামে ৯টি বইয়ে ১২ লাখ টাকা এবং বসু দেবের নামে ২ লাখ টাকা জমা রাখেন। মোট জমাকৃত টাকার পরিমাণ ১৯ লাখ টাকা।
বিপ্লব দাবি করেন, প্রাণনাথ দাস প্রতি লাখ টাকায় মাসে ১,৫০০ টাকা লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং প্রয়োজনে মাস শেষে টাকা উত্তোলনের সুযোগের কথা বলেন। প্রথম কয়েক মাস লভ্যাংশ দেওয়া হলেও পরে তা কমিয়ে প্রতি লাখে ১,০০০ টাকা করা হয়। গত বছর বিপ্লব ১১ লাখ টাকা উত্তোলনের প্রস্তাব দিলে প্রাণনাথ আগস্টের মধ্যে টাকা ফেরত দেবেন বলে আশ্বাস দেন, কিন্তু এখনও টাকা দেননি।
এ বছর ৫ জানুয়ারি বিপ্লব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রাণনাথের বাসায় টাকা ফেরতের জন্য আলোচনায় গেলে তিনি তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং ভবিষ্যতে লভ্যাংশ বন্ধের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারীর দাবি, প্রাণনাথ দাস প্রতিষ্ঠানের সম্পদ গুটিয়ে আত্মগোপন করার চেষ্টা করছেন, যা তাকে ও তার পরিবারকে সংকটে ফেলেছে।
এ বিষয়ে প্রাণনাথ দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নড়াইলে আমার কোনো আত্মীয়স্বজন নেই, কাউকে চিনি না। ‘প্রগতি এসআরসিসি’ নামে আমার কোনো প্রতিষ্ঠান নেই।’ শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তিনি ফোন কেটে দেন।
এআরএস

