Logo

সারাদেশ

রেললাইনের পাশে অবৈধ স্থাপনা, ঝুঁকিতে আজিজুল হক কলেজের ৩৫ হাজার শিক্ষার্থী

Icon

জুয়েল হাসান, বগুড়া

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১৬:৫৩

রেললাইনের পাশে অবৈধ স্থাপনা, ঝুঁকিতে আজিজুল হক কলেজের ৩৫ হাজার শিক্ষার্থী

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনে রেললাইনের পাশ ঘেঁষে গড়ে ওঠা একাধিক অবৈধ স্থাপনার কারণে হাজারো শিক্ষার্থী চরম ঝুঁকির মধ্যে রয়েছে। রেললাইনের অত্যন্ত কাছাকাছি অবস্থান হওয়ায় এসব স্থাপনা ট্রেন চলাচলের দৃশ্যমানতা ব্যাহত করছে, যার ফলে প্রতিদিন রেলপথ পার হওয়া শিক্ষার্থীদের যাত্রা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।

এই রেলপথ দিয়ে দৈনিক কমপক্ষে ১৮টি ট্রেন চলাচল করে। অন্যদিকে, কলেজে যাতায়াতের জন্য প্রতিদিন প্রায় ৩০ থেকে ৩৫ হাজার শিক্ষার্থীকে এই রেললাইন পার হতে হয়। তবে এখানে নেই কোনো স্থায়ী রেলগেট বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। অবৈধ স্থাপনার কারণে দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

শিক্ষার্থীরা জানান, কলেজের সামনের রেললাইনের ওপর ও পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে ট্রেন আসছে কিনা তা বোঝা যায় না। এর আগেও এখানে একাধিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে।

একজন শিক্ষার্থী বলেন, ‘আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। যারা দখলদার, তারা প্রভাবশালী হলেও তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘এর আগেও এই অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে একজন শিক্ষার্থী ট্রেনের ধাক্কায় প্রাণ হারান। বিভিন্ন সময় আন্দোলন হলেও দৃশ্যমান কোনো অভিযান হয়নি।’

বাংলাদেশ রেলওয়ের বগুড়ার সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার বলেন, ‘এই দোকান বা স্থাপনাগুলো বসার পক্ষে আমরা সমর্থন করি না। জোর করে তারা দোকান তৈরি করছে। আমরা একাধিকবার বাধা দিয়েছি।’

সচেতন মহল মনে করেন, রেলের জায়গা দখল করে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা দ্রুত অপসারণ করা হলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল নিরাপদ হবে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেয়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর