নান্দাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
সড়ক দুর্ঘটনায় নিহত সাব্বির আহম্মেদ। ছবি : বাংলাদেশের খবর
ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক মো. সাব্বির আহমেদ (১৭) নামে এক কিশোর ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুশুল্লি দরগাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির আহমেদ মুশুল্লি ইউনিয়নের রসুলপুর গ্রামের শামীম মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাব্বির সেদিন রাতে মুশুল্লি তারের ঘাট বাজার থেকে মোটরসাইকেলে করে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন। এমন সময় সামনে থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে সড়কের মাঝখানে পড়ে যায়।
স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নান্দাইল হাইওয়ে থানার ওসি খোরশেদ আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেও ট্রাকটির সন্ধান পাওয়া যায়নি।
এআরএস

