Logo

সারাদেশ

মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

Icon

রাব্বি ইসলাম, মির্জাপুর (টাঙ্গাইল)

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ২১:০২

মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

টাঙ্গাইলের মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), টাঙ্গাইলের প্যারেড মাঠে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে ১৭৬ জন প্রশিক্ষণার্থী এসআই অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলম। পরে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। কুচকাওয়াজে পতাকাবাহী দল ও বিশেষ বাদক দল ছাড়াও মোট ছয়টি দল অংশ নেয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (কারিকুলাম) ড. এ. এইচ. এম. কামরুজ্জামান, ডেপুটি কমান্ড্যান্ট (অ্যাডিশনাল আইজিপি) মো. মাহফুজুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের অ্যাডিশনাল এসপি মো. সাকিবুল ইসলাম খান, অ্যাডিশনাল এসপি কাজী রুবাইয়াত রুমি, অ্যাডিশনাল এসপি কাজী মাকসুদা লিমা (পিপিএম), অ্যাডিশনাল এসপি সোনিয়া পারভীন, এএসপি পিয়াস সরকার, এএসপি মো. আবু সাইদসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা।

কুচকাওয়াজ শেষে বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জনকারী তিনজন প্রশিক্ষণার্থীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম বলেন, সময়ের সঙ্গে সঙ্গে অপরাধের ধরন ও প্রকৃতি পরিবর্তিত হচ্ছে। এসব অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, যেকোনো অপরাধের রহস্য উদঘাটন, অপরাধী শনাক্তকরণ ও অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে নিজেদের একজন সফল তদন্তকারী কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান, সততা, নিষ্ঠা ও একাগ্রতা কর্মজীবনে প্রয়োগ করে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে জনগণের আস্থা অর্জন করা যায়।

আইএইচ/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর