Logo

সারাদেশ

গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বসতবাড়ি ও ৪টি দোকান, অর্ধ কোটি টাকা ক্ষতি

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১১:১৮

গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বসতবাড়ি ও ৪টি দোকান, অর্ধ কোটি টাকা ক্ষতি

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির পাঁচটি কক্ষ এবং পাশের একটি মার্কেটের চারটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা প্রাথমিকভাবে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বহেরারচালা নতুন বাজারের উত্তর পাশে গিয়াস উদ্দীন মাঝির মালিকানাধীন বসতঘর ও দোকানগুলোতে আগুন লাগে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মনিহারি, কাপড় ও ইলেকট্রনিক সামগ্রীর দোকান রয়েছে।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণে আরও কিছু সময় লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের নিস্তব্ধতার মধ্যে হঠাৎ খামার এলাকা থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে দোকান থেকে বসতবাড়ির কক্ষগুলোতে। বসতবাড়ির পাশের একটি ভাড়া দেওয়া দোকানে থাকা আইপিএস থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা শফি কামাল বলেন, ‘রাত ১১টার দিকে হঠাৎ আগুন দেখে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভেতরের সব জিনিসপত্র পুড়ে যায়।’

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত বসতঘরগুলোতে মূলত পোশাক কারখানার শ্রমিকরা ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এতে বহু শ্রমিক পরিবার তাদের সর্বস্ব হারিয়েছেন। দোকানিরা জানান, আগুন লাগার পর কোনো মালামাল উদ্ধার করার সুযোগ পাননি। মুহূর্তের মধ্যেই দোকানের সব পণ্য পুড়ে যায়।

শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর