চট্টগ্রামে নিখোঁজ জাহাজশ্রমিকের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১৩:৫৫
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর এক জাহাজশ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর এক জাহাজশ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে কর্ণফুলী উপজেলার ডাঙারচর ৯ নম্বর ঘাট এলাকায় জেলেদের জালে আটকে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাহাজশ্রমিক রিয়াদুল হক (২২) কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের বাসিন্দা। তিনি মো. হেলালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেল ৪টার দিকে ইছানগরসংলগ্ন রি-রিসোর্স ঘাটে একটি জাহাজ থেকে মাছ নামানোর সময় অসাবধানতাবশত রিয়াদুল হক কর্ণফুলী নদীতে পড়ে যান। ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও প্রথমদিকে তার কোনো সন্ধান মেলেনি। পরে বুধবার রাতে স্থানীয় জেলেরা জালে একটি মরদেহ আটকে থাকতে দেখে বিষয়টি সদরঘাট নৌ থানাকে জানায়। পরে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।
চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মাহমুদুল হক জানান, উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ জাহাজশ্রমিক রিয়াদুল হকের বলে নিশ্চিত হওয়া গেছে।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমবি

