মির্জাপুরে পৃথক অভিযানে ৯ লক্ষাধিক টাকা অর্থদণ্ড
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১৫:১৩
টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযানে ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৯ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ছবি : বাংলাদেশের খবর
টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযানে ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৯ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাত ও বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পৃথক দুটি অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন ও সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ।
প্রশাসন সূত্র জানায়, বুধবার রাতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে লাল মাটি বিক্রির দায়ে তিনটি স্থান থেকে মাটিবোঝাই ৯টি গাড়ি জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন। পরে মাটি ব্যবসায়ী শহিদুল দেওয়ানকে ৩ লাখ, ইলিয়াস সিকদারকে ৩ লাখ, আহাদ সিকদারকে ২ লাখ এবং শাহীনকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এদিকে বৃহস্পতিবার সকালে মির্জাপুর পৌর এলাকার বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজন গ্যাস সিলিন্ডার খুচরা বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ।
জানা যায়, অর্থদণ্ডপ্রাপ্ত দুটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা ছাড়াই সিলিন্ডার গ্যাস বিক্রি করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন বলেন, আমরা অবৈধ কাজের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার। সংবাদ পাওয়া মাত্রই বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রাব্বি ইসলাম/এমবি

