ভোটের গুরুত্ব তুলে ধরতে ভাঙ্গায় ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১৭:২৮
ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব মানুষের কাছে তুলে ধরতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিশেষ সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। ‘দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্য নিয়ে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে তথ্যচিত্র প্রদর্শন ও বার্তা প্রচার করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে ভাঙ্গায় এই কার্যক্রম পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ গাড়িতে জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের ভূমিকা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ ও গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে বার্তা প্রচার করা হয়।
এ সময় ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আবু জাহের, সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম সিয়াম, উপজেলা নির্বাচন অফিসার হোসনুল আরা তীন সোফিয়া ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ইমরান মুন্সী/এআরএস

