Logo

সারাদেশ

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় ঠাকুরগাঁওয়ের জামায়াত প্রার্থী

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১৭:৩৮

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় ঠাকুরগাঁওয়ের জামায়াত প্রার্থী

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার কার্যালয়ে গিয়ে তিনি মৌখিক অভিযোগ করেন। এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমিরসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে ছিলেন।

সাক্ষাৎকালে দেলোয়ার হোসেন অভিযোগ করেন, বিভিন্নভাবে জামায়াতের প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে প্রিজাইডিং অফিসার নিয়োগের চেষ্টার অভিযোগ তুলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা অভিযোগগুলো গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দেন বলে জানান জামায়াত প্রার্থী।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন দলের পক্ষ থেকে দাবি ও অভিযোগ উত্থাপিত হচ্ছে।

আবু সালেহ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর