সড়ক সংস্কারে 'হরিলুট', লক্ষ্মীপুরে মহাসড়ক অবরোধ
মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১৭:৫১
ছবি : বাংলাদেশের খবর
লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ও তদারকিতে অবহেলার অভিযোগ উঠেছে। স্থানীয়রা সড়কটি পুনঃসংস্কারের দাবিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বটতলী অংশে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
জানা যায়, বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত চার কিলোমিটার সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের উপকরণ ব্যবহারের ফলে সংস্কারের কয়েক দিনের মধ্যেই রাস্তার বড় অংশ ভেঙে যায়। এতে যানবাহন চলাচলে ব্যাপক দুর্ভোগ তৈরি হয়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, বর্ষায় সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়তে পারে।
তিন ঘণ্টা সড়ক অবরোধের ফলে লক্ষ্মীপুর ও চৌমুহনীগামী সড়কে তীব্র যানজট তৈরি হয়। যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে যাত্রী ও চালকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের কষ্টের কথা তুলে ধরে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগের মাধ্যমে সমাধানের পরামর্শ দেন। অন্যরা বলেছেন, এলজিইডিকে বারবার জানানোর পরও ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
আন্দোলনকারীরা বলেন, ‘অনিয়মের বিরুদ্ধে আমাদের এ কর্মসূচি। সড়কটি পুনরায় সংস্কারের দাবি আমাদের। নতুবা এলজিইডি অফিস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
এ বিষয়ে লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, ‘রাস্তার কাজের বিষয়ে আমরা অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেবেন। আশা করি দ্রুতই একটি সমাধানে আসতে পারব। আজকের আন্দোলনের বিষয়ে আমরা অবগত নই।’
এআরএস

