সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১৮:০১
ছবি : বাংলাদেশের খবর
সিরাজগঞ্জের রায়গঞ্জে মো. কাজিম উদ্দিন (৪০) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে নিজ বাড়ির গোয়ালঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ, তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
নিহত কাজিম উদ্দিন উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের মৃত সামান আলী শেখের ছেলে। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে কোনো এক সময় কাজিম উদ্দিন নিজ গোয়ালঘরে থাকা রশির সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে পরিবারের সদস্যরা তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্ত করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এআরএস

