Logo

সারাদেশ

শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ শিক্ষককে জরিমানা

Icon

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১৯:১৭

শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ শিক্ষককে জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ শিক্ষককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে মোবাইল কোর্ট। অপরদিকে এক শিক্ষককে মুচলেকা দিয়ে সতর্ক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দুপুরে নির্বাচনী কাজে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দৈয়ারা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. মাসুম বিল্লাহ, শাহরাস্তি মডেল স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, একই স্কুলের শিক্ষক পৌর জামায়াতের আমির জাহাঙ্গীর আলম, করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী কে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া রাগৈ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দিন কে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

চাঁদপুর - ৫ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ জন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজনকে অর্থদন্ড ও একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লংঘন ও শান্তিশৃংখলা রক্ষার ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে আশাকরি সবাই আইন মেনে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

আবু মুছা আল শিহাব/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর