Logo

সারাদেশ

চাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১৯:৪১

চাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগড়া বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মুজিব মাল (৪২) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগড়া বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মুজিব মাল (৪২) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুজিব মাল সদর উপজেলার সোবহানপুর গ্রামের মালবাড়ির মুনাফ মালের ছেলে। পেশায় তিনি ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

মুজিব মালের চাচাতো ভাই মানিক মাল বলেন, ঘটনার সময় তিনি পারিবারিক কাজ শেষে বাগড়া বাজার থেকে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, নিহতের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়ার কথা বলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আলআমিন ভূঁইয়া/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর