Logo

সারাদেশ

কুমিল্লায় পাহাড়ি অনাবাদি জমিতে মিশ্র ফলের বাগান

Icon

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ২০:০৫

কুমিল্লায় পাহাড়ি অনাবাদি জমিতে মিশ্র ফলের বাগান

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের রাজারখলা এলাকায় দীর্ঘদিনের অনাবাদি পাহাড়ি জমিকে চাষের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় কৃষি বিভাগ। প্রায় ১০ হেক্টর পরিত্যক্ত পাহাড়ি জমিতে এখন মিশ্র ফল বাগানসহ বিভিন্ন অর্থকরী ফসলের চাষ করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, পূর্বে যেখানে কেবল ঝোপঝাড় ও অনাবাদি পাহাড়ি ভূমি পড়ে ছিল, সেখানে এখন সবুজ ক্ষেত। বারোমাসি আম, কুল, ড্রাগন ফল, জি-৯ কলা, তুলা, কফি, কাজুবাদাম ও আনারসসহ বিভিন্ন ফসলের আবাদ করা হয়েছে। এসব ফসলের পরিচর্যা ও উৎপাদনে স্থানীয় কৃষকদের আগ্রহও ক্রমশ বাড়ছে।

স্থানীয় কৃষক আবু তাহের ও ইমাম হোসেন জানান, আগে এই জমিগুলো কোনো কাজে লাগত না। কৃষি বিভাগের সহযোগিতায় এখন নতুন নতুন ফসল চাষে উৎসাহিত হচ্ছেন তারা। এতে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি অর্থনৈতিক সচ্ছলতা আসবে বলে আশা প্রকাশ করেন তারা।

রাজারখলা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসানুল ইসলাম জানান, পরিকল্পিত উদ্যোগ ও কৃষকদের নিয়মিত পরামর্শের মাধ্যমে অনাবাদি পাহাড়ি জমিকে চাষের উপযোগী করা হয়েছে। মাটির ধরন অনুযায়ী ফসল নির্বাচন, সার ব্যবস্থাপনা এবং আধুনিক চাষপদ্ধতি অনুসরণ করায় ভালো ফলনের সম্ভাবনা দেখছেন তিনি।

তিনি বলেন, ‘এই প্রকল্পের মাধ্যমে কৃষকের আয় বাড়বে, পাশাপাশি পাহাড়ি জমির সঠিক ব্যবহার নিশ্চিত হবে।’

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষি কর্মকর্তা জুনায়েদ কবীর খান জানান, ভবিষ্যতে আরও অনাবাদি জমিকে আবাদের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এতে সদর দক্ষিণ উপজেলায় ফল ও অর্থকরী ফসল উৎপাদনে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে মনে করেন তিনি।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর