Logo

সারাদেশ

জয়পুরহাটে ‘পূর্ব শত্রুতার’ জেরে যুবদল কর্মীকে হত্যা

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১২:৫৭

জয়পুরহাটে ‘পূর্ব শত্রুতার’ জেরে যুবদল কর্মীকে হত্যা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে যুবদলের কর্মী ইয়ানুল হোসেনকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে যুবদলের কর্মী ইয়ানুল হোসেনকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আলামিন নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়ানুল হোসেন  পাঁচবিবির কুসুম্বা ইউনিয়নের শালাখুর গ্রামের আলম মন্ডলের ছেলে। আহত আলামিন একই এলাকার কামার গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শালাইপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে ঢাকারপাড়া নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। এরপর রাস্তা থেকে দক্ষিণ পাশে আলুর জমিতে টেনে নিয়ে ইয়ানুল হোসেন ও আলামিনকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপা হয়। এতে ইয়ানুল ঘটনাস্থলেই মারা যান। আলামিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইয়ানুলকে মৃত ঘোষণা করা হয়। আলামিনকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, নিহত ইয়ানুল হোসেনের লাশ জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

পরিবার ও স্থানীয়রা দাবি করেছেন, গত ১৪ ডিসেম্বর ওয়াজ মাহফিলে আদায়কৃত টাকাকে কেন্দ্র করে ইয়ানুল হোসেনের সঙ্গে একই এলাকার দামপাড়া গ্রামের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য ময়নুল ইসলাম ও তার সহযোগীদের মধ্যে মারামারি হয়েছিল। এ পূর্ব শত্রুতার জেরেই ইয়ানুল হোসেনকে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

মাহফুজ রহমান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর