মির্জাপুরে ট্রাকচাপায় সড়কে ঝরল নারীর প্রাণ
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১৫:৪০
টাঙ্গাইলের মির্জাপুরে ডাম্প ট্রাকের চাপায় অজ্ঞাত এক নারী (৫০) নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই উড়ালসেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই উড়ালসেতুর নিচে দাঁড়িয়ে থাকা ওই অজ্ঞাত নারীকে দ্রুতগতির একটি ডাম্প ট্রাক (ঢাকা মেট্রো ট-১৫-২৮২) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, নিহত নারীকে ওই এলাকায় ভিক্ষাবৃত্তি করতে দেখা যেত।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল সারোয়ার বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। পলাতক চালক ও ট্রাকের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন।
রাব্বি ইসলাম/এমবি

