শ্রীপুরে রিসোর্টের সামনে থেকে পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১৬:০২
গাজীপুরের শ্রীপুরে ফ্যামিলি উইকেন্ড হোম রিসোর্টের সামনে থেকে এক পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে ফ্যামিলি উইকেন্ড হোম রিসোর্টের সামনে থেকে এক পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর বরপানী এলাকায় শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
নিহত পরিবহন শ্রমিক মো. শরিফ (৩২) কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের কপালশ্বর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তবে ছোটবেলা থেকেই তিনি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর গ্রামে তার নানা ইসমাইল হোসেন ইসুর বাড়িতে বসবাস করে আসছিলেন। তিনি প্রভাতী-বনশ্রী পরিবহনে শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহতের স্ত্রী শারমিন আক্তার ওরফে আলো জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে শরিফ সোনাবার বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। শুক্রবার সকালে আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিতে গিয়ে মরদেহ উদ্ধারের খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে স্বামীর মরদেহ শনাক্ত করেন তিনি।
নিহতের মামা জালাল মিয়া জানান, সকালে গরু চরাতে গিয়ে রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে কাছে যান। পরে শরিফকে শনাক্ত করার পর শ্রীপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়।
নিহতের খালাত ভাই সজিব মাহমুদ বলেন, শরিফ ছোটবেলা থেকেই নানার বাড়িতে বড় হয়েছেন। কী কারণে এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তারা এখনো নিশ্চিত নন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল কাইয়ূম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সোহেল/এমবি

