Logo

সারাদেশ

সখীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

Icon

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১৮:৩২

সখীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. তুহিন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. তুহিন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. তুহিন ঘাটাইল উপজেলার জোড়দিঘী গ্রামের প্রবাসী মাসুদ রানার ছেলে। তিনি জোড়দিঘী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তুহিন মোটরসাইকেল চালিয়ে সখীপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তুহিন রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করেন। তবে অ্যাম্বুলেন্সে তোলার আগেই তার মৃত্যু হয়।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, নিহতের লাশ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মুহাম্মদুল্লাহ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর